আগরতলা শহরের অভয়নগর এলাকায় স্কুটি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু

আগরতলা, ২৬ জুলাই : রাজধানী আগরতলা শহরের অভয়নগর এলাকায় দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু৷ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতেই প্রাণ হারান এক বন্ধু এবং শুক্রবার সকালে প্রাণ হারান আরেকজন৷ নিহতরা হলেন সানি দাস (২২) এবং প্রশান্ত দাস (২৩)৷

নিহতদের পরিবারের লোকজন জানিয়েছেন, সানি দাস তার স্কুটি নিয়ে ঘুরতে বের হয় রাতে৷ সাথে তার বন্ধু প্রশান্তকেও নিয়ে যায়৷ অভয়নগর এলাকায় বেপরোয়াভাবে চালানোর ফলে স্কুটি দূর্ঘটনায় পড়ে৷ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সহ ছিটকে পড়ে যায় সানি ও প্রশান্ত৷ দুজনেই গুরুতর আহত হয়৷ তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই একজনের মত্যু হয়৷ অপরজন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ স্কুটিটি আটক করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রচন্ড গতিবেগে ছিল স্কুটি৷ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক সানি সাহা৷ তাতেই এই ভয়ংকর পরিণতি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *