গন্ডাছড়া মহকুমার সর্বহারা শরণার্থীদের পাশে দাঁড়াল তৃতীয় লিঙ্গের মানুষরাও

গন্ডাছড়া, ২৬ জুলাই : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার সর্বহারা শরণার্থীদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষ। শিবিরে বসবাসকারী শিশু ও মহিলাদের বিভিন্ন বস্ত্র তুলে দিয়ে নজির গড়লেন তৃতীয় লিঙ্গের এই মানুষগুলি।

উল্লেখ্য গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ড এলাকায় আনন্দমেলায় এক যুবকের অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে ১২ জুলাই রাতে একাংশ উশৃংখল যুবকরা মহকুমার ত্রিশকার্ড, পিছলিঘাট, নারায়ণপুর, দুর্গাপুর, বিশকার্ড এবং হরিপুর গ্রামের বহু বাড়ীঘরে লুটপাট, গবাদী পশু চুরি করার পর প্রায় একশো পয়ষট্টি পরিবারের বাড়ীঘর আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়। বর্তমানে প্রায় চারশজন গন্ডাছড়া মহকুমার শরণার্থী শিবিরে কোন রকমে দিনাতিপাত করে চলেছেন।

ওই শরণার্থী শিবিরে আশ্রিতদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বহু সামাজিক সংস্থা। শুক্রবার ওই শরণার্থীদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করলন রাজ্যের একদল তৃতীয় লিঙ্গের মানুষ। এদিন দুপুর নাগাদ একদল তৃতীয় লিঙ্গের মানুষ ওই শরণার্থী শিবিরে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং দুঃখ ভাগ করে নেন। পরে শরণার্থীদের মধ্যে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *