ধর্মনগর, ২৬ জুলাই : বিয়ের ৯ মাসের মাথায় শিক্ষকের স্ত্রীর রহস্যময় মৃত্যু। মৃতার নাম কাজলী দেব। তাঁর স্বামী বিশ্ব দাস উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের বাড়ি ধর্মনগর থানাধীন নয়াপাড়ার প্রগতি রোড এলাকায়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে,আজ থেকে প্রায় নয় মাস পূর্বে সামাজিকভাবে বিয়ে হয় কাজলী দেব ও নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের শিক্ষক বিশ্ব দাসের। উভয়ের বাড়ি ধর্মনগর শহরের নয়াপাড়া প্রগতি রোড সংলগ্ন এলাকায়। এতদিন সব ঠিকঠাক চললেও বৃহস্পতিবার রাতে কোন এক সময় বিশ্ব ও তার ছোট ভাই বিপ্র দাসের মাঝে পারিবারিক কোন এক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে ঝগড়াতে সামিল হন তাদের বাবা বিরেন্দ্র দাস। তিনি ঝগড়াতে সামিল হয়ে পুত্রবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।
সেই রেশ ধরে রাতে গলায় কাপড় দিয়ে ঘরের জানালায় ফাঁসি দেয় গৃহবধূ। পরবর্তীতে ঘটনাটি স্বামীর নজরে আসলে স্বামী ও দেওর মিলে বাইকে করে রাত আনুমানিক একটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ গৃহবধূকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই গৃহবধূর বাবার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।
জানা গেছে, ম বাবার একমাত্র মেয়ে ছিল কাজলী। আর সে ছিল প্রচন্ড অভিমানী। তাই তাদের মেয়ের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না । ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখছে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা। এদিকে শুক্রবার দুপুরে ময়নাতদন্তের পর গৃহবধূর মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নয়াপাড়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।