ধর্মনগরে মাদক পাচারের সাথে জড়িত ত্রিপুরা পুলিশের কনস্টেবল গ্রেফতার

ধর্মনগর, ২৬ জুলাই : অবশেষে পুলিশের জালে আটক দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারকান্ডের সাথে জড়িত ত্রিপুরা পুলিশের এক কনস্টেবল। ধৃত কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

জানা গিয়েছে, ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত কনস্টেবলকে। ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল। তিনি দামছড়া থানায় কর্মরত।

উল্লেখ্য, গত ২২ই জুলাই সোমবার বিকেলে ধর্মনগর গীতা ভবন এলাকা থেকে ইয়াবা পাচারের সময় অসমের বাসিন্দা জবরুল হক সহ একটি পালসার বাইক ও কনস্টেবলের সহধর্মিণীর নামে এএস২৩এজি-৮০৫৫ নম্বরের থার গাড়ি আটক করে‌ পুলিশ। সেই মাদক কারবারের সাথে জড়িত ছিল ত্রিপুরা পুলিশের কনস্টেবল সন্তোষ শীল। শুক্রবার ধর্মনগর থানার পুলিশ তাকে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *