ধর্মনগর, ২৬ জুলাই : শুক্রবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের দুই নং ওয়ার্ডের চন্দ্রপুর আরবান কলোনি এলাকার সাকাইবাড়ী ছড়ার জলে নবজাত শিশুর মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মত এদিন মাছ ধরতে ছড়াতে যায় স্থানীয় যুবক প্রশান্ত দেব। মাছ ধরতে গিয়ে দেখতে পায় ছড়ার জলে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছড়ার জল থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠান।
এদিকে ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান, নবজাতক শিশুটি ছেলে শিশু। তাছাড়া শিশুটির নাভিতে হাসপাতালের ক্লিপ লাগানো রয়েছে।তাতে সহজেই অনুমান নবজাতক শিশুর জন্ম কোন হাসপাতালে হয়েছে।আর জন্মের পর নবজাতক শিশুটিকে ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে।