শান্তিরবাজারে বাড়ির ছাদে টিএসআর জওয়ানের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৬ জুলাই : রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক টিএসআর জওয়ানের৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের মাস্টার পাড়ায়৷ মৃত জওয়ানের নাম অমল দেবনাথ৷ বয়স আনুমানিক চল্লিশ বছর৷ তিনি টিএসআর সপ্তম বাটেলিয়ানে কর্মরত ছিলেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

মৃত জওয়ানের পরিবারের লোকজনের মাধ্যমে জানা গিয়েছে, অমল দেবনাথের মূল বাড়ি হচ্ছে বিলোনিয়ার সোনাই এলাকায়৷ শান্তিরবাজারের মাস্টার পাড়া এলাকায় নতুন বাড়ি নির্মাণ করছেন৷ বুধবার রাতে ওই বাড়ির ছাদে সৌরভ দেবনাথ নামে এক যুবকের সাথে বসে আড্ডা দিয়েছিলেন অমল৷ সৌরভ চলে যাওয়ার পর গভীর রাত পর্যন্ত ছাদ থেকে নিচে না আসায় অন্যান্য লোকজন ছাদে গিয়ে দেখতে পান অমল দেবনাথের মৃতদেহ পড়ে রয়েছে৷ সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশকে৷

পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে ওই টিএসআর জওয়ানের কিভাবে মৃত্যু হয়েছে৷ তবে সৌরভ দেবনাথের সাথেও যোগাযোগ রেখে চলেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *