আগরতলা, ২৫ জুলাই : বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলা শহরে মশাল মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা। মূলত কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই মশাল মিছিলের আয়োজন।
রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের মাঠ থেকে শুরু হয় এই মশাল মিছিল। মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কার্গিল মাতৃভুমিকে একটা সময় পাকিস্তানি সেনাবাহিনীরা দখল করে নিয়েছিল। এই কার্গিলকে উদ্ধার করতে গিয়ে ভারতের বহু সেনাকে আত্মবলিদান দিতে হয়েছে। সেই সকল শহিদ সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এদিন মশাল মিছিল সংগঠিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি।
এদিকে, কারগিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যের প্রত্যেকটি জেলায় মশাল মিছিল সংঘটিত করা হয়। এ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সিপাহিজলা দক্ষিণ জেলাস্থিত সোনামুড়ায় যুব মোর্চার মশাল মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।