উদয়পুর, ২৫ জুলাই : গোমতী জেলার উদয়পুর পুর পরিষদের উদ্যোগে শহেরর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বৃহস্পতিবার৷ বহু দোকানের সামনের অস্থায়ী শেড ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ ভবিষ্যতে যদি কোন দোকানদার দোকানের সামনে অস্থায়ী শেড তৈরী করেন তাহলে টাস্ক ফোর্স জরিমানা করবে বলে জানিয়েছেন পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার৷
পুর পরিষদের চেয়ারম্যান আরও জানিয়েছেন, উদয়পুর শহরের বিভিন্ন রোডে স্থায়ী ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে অস্থায়ী শেড তৈরী করে পণ্য সামগ্রী রেখে দেন৷ তাতে রাস্তায় যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়৷ তাই পুর পরিষদের তরফ থেকে এদিন বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান করা হয়েছে৷ তাছাড়া রাস্তার পাশে বহু ক্ষুদ্র ব্যবসায়ী শাক সব্জি নিয়ে বসেন৷ তাতেও যানজটের সৃষ্টি হয়৷ তাদেরও উচ্ছেদ করা হয়েছে৷ চেয়ারম্যান শীতল মজুমদার জানিয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি জায়গায় ঘর নির্মাণ করে দেওয়া হবে যাতে সেখানে তারা ব্যবসা করতে পারেন৷