মান্দাইয়ে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে হত্যার চেষ্টা, চলল গুলি, গাড়ি ভাঙচুর, এলাকাজুড়ে আতঙ্ক

জিরানীয়া ২৬ জুলাই : পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ে এক বিজেপি নেতার বাড়িতে অজ্ঞাত পরিচয় দুস্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে৷ শুধু তাই ওই বিজেপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টাও হয়েছে৷ ওই বিজেপি নেতার নাম রামানন্দ দেববর্মা৷ তিনি বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সদস্য৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে৷

জানা গিয়েছে, মান্দাই থানার অধীন রামদাস পাড়ার বাসিন্দা রামানন্দ দেববর্মা বুধবার রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন৷ পাশের ঘরে ছিলেন তাঁর মেয়ে৷ আচমকা বাড়ির উঠানে রাখা ব্যক্তিগত গাড়িতে কে বা কারা ভাঙচুর চালায়৷ শব্দ শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন পনের কুড়িজন যুবক বাইক নিয়ে বাড়ির চারদিকে ঘেরাও করে রেখেছে৷ কয়েকজন তাকে লক্ষ করে মদের বোতল ছুঁড়ে মারে৷ যদিও তার গায়ে লাগেনি৷ এরই মধ্যে একজন পিস্তল উঁচিয়ে তাকে লক্ষ করে গুলি চালায়৷ কিন্তু অল্পতে রক্ষা পান৷ তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন৷ ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুস্কৃতিরা৷ এই ব্যাপারে মান্দাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ ঘটনার চবিবশ ঘন্টা হতে চলেছে, পুলিশ কাউকেই সনাক্ত করতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় অতঙ্ক বিরাজ করছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *