কদমতলা, ২৫ জুলাই : বৃহস্পতিবার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা আর.ডি. ব্লকের চন্দ্রকলা টাউনহলে অনুষ্ঠিত হয়েছে আসন্ন ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবির। প্রথম দফার এই প্রশিক্ষণ শিবিরে ৬০০ জন ভোটকর্মী অংশ নিয়েছেন।
উল্লেখ্য, কদমতলা আর.ডি. ব্লকে মোট ১৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যেখানে মোট ভোটার সংখ্যা ৫১,২১৪ জন। ২৩৫টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে দুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন দুজন প্রার্থী। ফলে, বাকি ২৩৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও, পঞ্চায়েত সমিতির ১৫টি আসন এবং জেলা পরিষদের ৫টি আসনে নির্বাচন হবে।
কদমতলা আর.ডি. ব্লকের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বিডিও অনিমেষ দেববর্মা জানান যে, এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রিসাইডিং অফিসার, প্রথম পুলিং, দ্বিতীয় পুলিং, তৃতীয় পোলিং এবং গ্রুপ ডি-এর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রস্তুতি চলছে এবং ব্যালট পেপার ছাপাখানায় ছাপানোর জন্য পাঠানো হয়েছে। ভোটের প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে।