উদয়পুর, ২৫ জুলাই : মেয়ের জামাইয়ের হাতে আক্রান্ত শাশুড়ি। ঘটনা গোমতী জেলার উদয়পুরের ছাতারিয়া এলাকায়। পরে আক্রান্ত মহিলা রাধ কিশোর পুর থানায় অভিযোগ দায়ের করেন মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিজের মেয়ের জামাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। যা জেনে শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজন এই অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত থাকার জন্য জামাইকে বলে আসছিল। জামাই এটা শুনতে রাজি হচ্ছে না। বুধবার রাতে ৭৮ বছরের শাশুড়ি মায়া রানী সরকারের উদয়পুর ছাতারিয়া বাড়িতে আসে জামাই স্বপন দত্ত।
শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোন একটি বিষয়ে বাকবিতন্ডা হয়। এক সময় উত্তেজিত হয়ে জামাই স্বপন দত্ত শাশুড়ি মায়া রানী সরকারকে মারধর করে প্রচন্ড ভাবে। আর এতে বৃদ্ধ মহিলার মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এই ঘটনা জানিয়ে বৃহস্পতিবার বিকেলে উদয়পুরের রাধা কিশোর পুর থানায় অভিযোগ দায়ের করেন জামাই স্বপন দত্তের বিরুদ্ধে। পুলিশ অভিযোগ পেয়ে স্বপন দত্তকে গ্রেফতারের চেষ্টা করছে।