কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কিল্লায় পাল্ম প্ল্যান্টেশনের উদ্বোধন

উদয়পুর, ২৫ জুলাই : কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর পাল্ম প্ল্যান্টেশনের উদ্বোধন এবং অয়েল পাল্ম প্ল্যান্টেশন সম্পর্কে সচেতনতা কর্মসূচি গোমতী জেলার কিল্লা কৃষি মহকুমার অধীনে মেসার্স পতঞ্জলি ফুড লিমিটেডের সহযোগিতায় উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ পরিচালক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় গুনপদ মেমোরিয়াল হলে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রে বিধায়ক রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন কিল্লা বিএসি চেয়ারম্যান বাগান হরি মলসম। তাছাড়া নাগিছড়া উদ্যান পালন পরিচালক ইনচার্জ ডঃ রাজিব ঘোষ, গোমতী জেলা কৃষি উপ পরিচালক কৃষ্ণধন দাস এবং গোমতী জেলা উদ্যানপালনের উপ পরিচালক বিজন কুমার দাস, প্রাক্তন এমডিসি জয় কিশোর জমাতিয়া, অয়ন সরকার সহ সমাজসেবী রথীন্দ্র লাল জমাতিয়া উপস্থিত ছিল।কিল্লা ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে আগত বেনিফিসারীরা উপস্থিত ছিলেন।

খাবাকসা ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের হাতে একটি মালবাহী বুলেরু গাড়ি, বেনিফিসারীদের হাতে পাওয়ার টিলার তুলে দেওয়া হয় দপ্তরের উদ্যোগে। একই দিনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ওয়াঞ্জিবাসা এলাকায় অয়েল পাল্ম প্ল্যান্টেশনের উদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া ও দপ্তরের আধিকারিকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *