করবুক, ২২ জুলাই : সোমবার গোমতী জেলার শিলাছড়া ব্রু শরণার্থী শিবির পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ওএসডি পবন যাদব। পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস, করবুক ব্লকের বিডিও দিব্যেন্দু দাস সহ জেলা ও মহকুমান্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
পরিদর্শনকালে ওএসডি পবন যাদব ব্রু ক্যাম্পে নবনির্মিত বাসস্থান, পানীয়জলের ব্যবস্থা, রাস্তাঘাট, শৌচালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হেলথ সাব সেন্টার ও বিদ্যালয় ঘুরে দেখেন। এছাড়া তিনি ব্রু শরনার্থীদের জন্য সরকার কর্তৃক গৃহীত আর্থিক সুবিধাগুলির ব্যাপারেও খোঁজখবর নেন। করবুক মহকুমার মহকুমা শাসক শরণার্থীদের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন দপ্তরের উদ্যোগে গৃহীত সুযোগ সুবিধাগুলি তুলে ধরেন।
প্রসঙ্গত, মিজোরামের ব্রু শরণার্থীরা উত্তর ত্রিপুরা জেলার শিবিরে এক দশকের বেশি সময় যাবৎ বসবাস করেছেন। বিজেপি ত্রিপুরায় শাসন ক্ষমতায় আসার পর এই শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে আলোচনার ভিত্তিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই ব্রু শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া চলছে।