পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন : রিটার্নিং অফিসার

আগরতলা, ২২ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমারের কাছে।

তিনি জানিয়েছেন, বিজেপি দলের পক্ষ থেকে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সিপিআইএমের পক্ষ থেকে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু সিপিআইএমের দুজন মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন ১৪ নং আসনের প্রার্থী পিন্টু দেবনাথ এবং অপরজন হলেন ১৬ নং আসনের সিপিআইএম প্রার্থী পায়েল দাস। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৮ই আগস্ট সকাল ৭টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে আগামী ১২ই আগস্ট। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। আগামী ১৭ই আগস্ট এর মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভোট নেওয়া হবে ব্যালট পেপারের মাধ্যমে। একজন ভোটার তিনটি ভোট প্রদান করবেন। এর জন্য তিনটি আলাদা রঙের ব্যালট পেপার থাকবে। গ্রাম পঞ্চায়েতের জন্য সাদা রঙের, পঞ্চায়েত সমিতির জন্য গোলাপী রঙের এবং জিলা পরিষদের জন্য সবুজ রঙের ব্যালট পেপার থাকবে।

ত্রিপুরায় ৬০৬টি গ্রাম পঞ্চায়েতের ৩,৫১৭টি কেন্দ্রের ৬,৩৭০টি আসনের, ৩৫টি পঞ্চায়েত সমিতির ৪২৩টি কেন্দ্রের ৪২৩ টি আসনের এবং ৮টি জেলা পরিষদের ১১৬টি কেন্দ্রের ১১৬টি আসনের জন্য ভোট নেওয়া হবে। এবারের পঞ্চায়েত নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ১২,৯৪, ১৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৬,৫৮,৪৪৫, মহিলা ভোটার হচ্ছেন ৬,৩৫,৬৯৭ জন এবং অন্যান্য ১১ জন।

এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে ২,৬৫০টি। এর মধ্যে উত্তর ত্রিপুরায় ৩৪৭টি, উনকোটি জেলায় ২৩৪টি, ধলাই জেলায় ১৬৮টি, খোয়াই জেলায় ২৪২টি, পশ্চিম জেলায় ৪৫ ১টি, সিপাহীজলা জেলায় ৫৩৭টি, গোমতী জেলায় ২৭৯টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৯২টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *