আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের চড়িলামে যান দূর্ঘটনায় আহত চালক সহ তিনজন

বিশালগড়, ২২ জুলাই : যান দূর্ঘটনায় আহত হয়েছেন তিনজন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের চড়িলাম বাজার সংলগ্ণ এলাকায়৷ আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ আটক করেছে দূর্ঘটনাগ্রস্ত মারুতী অল্টো গাড়িটি৷

আহত মারুতী অল্টো গাড়ির চালক বিজয় দেবনাথ জানিয়েছেন তিনি তাঁর মা গীতারানী দেবনাথ এবং বাবা নিকুঞ্জ দেবনাথকে আগরতলায় ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছিলেন৷ তাদের বাড়ি সোনামুড়ায়৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের চড়িলাম বাজার সংলগ্ণ এলাকায় পৌঁছতেই উদয়পুরগামী একটি বাস বেপরোয়ভাবে মারুতী অল্টো গাড়ির সামনে নিয়ে আসে এবং অল্পের জন্য ধাক্কা না দিয়ে এড়িয়ে যায়৷

এদিকে, অল্টো গাড়ির চালক মুহুর্তের মধ্যেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় একটি ম্যাক্স গাড়ি এবং একটি বাইকে ধাক্কা দেয়৷ তাতে অল্টো গাড়ির চালক বিজয় দেবনাথ এবং তার মা গীতারাণী দেবনাথ ও বাবা নিকুঞ্জ দেবনাথ আহত হন৷ গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়৷ পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *