বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে আরও ১৮জন পড়ুয়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ফিরলেন ভারতে

সোনামুড়া, ২২ জুলাই : সংরক্ষণ নিয়ে বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতির জেরে সেই দেশে পাঠরত ভারতীয় পড়ুয়াদের স্বদেশে ফেরার প্রক্রিয়া অব্যাহত। সোমবার ত্রিপুরার সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বিকেল পর্যন্ত স্বদেশে ফিরে আসেন ১৮ জন পড়ুয়া।

এদিন শ্রীমন্তপুর স্থলবন্দরে উপস্থিত হয়ে স্বদেশে ফেরা ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন সিপাহীজলা জেলা শাসক ডঃ সিদ্ধার্থ সিব জসওয়াল, বিএসএফ কমান্ডেন্ট রাকেশ সিনহা, মহাকুমা শাসক অরূপ দেব এবং লেন্ডপোর্ট অথরিটির দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা।

উল্লেখ্য গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা সংরক্ষণ বিষয়ে যে রায় দিয়েছন সেখানে ৫ শতাংশ সংরক্ষণ রেখে ৯৩ শতাংশই সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু এর পরও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই বাধ্য হয়েই সেদেশে পাঠরত ভারতীয় ছাত্র-ছাত্রীরা স্বদেশে ফিরে আসছেন। তবে যারা এখনো ভিসার সমস্যার কারণে ফিরে আসতে পারছে না তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশন, এমনটাই জানিয়েছে বাংলাদেশ থেকে আসা এক ভারতীয় মেডিকেল পড়ুয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *