জনজাতি কল্যাণ দপ্তরে ১৯ জন কর্মচারী অফিসে অনুপস্থিত, কড়া ব্যাবস্থা নিতে নির্দেশ মন্ত্রীর

আগরতলা, ২২ জুলাই : আকস্মিক পরিদর্শনে গিয়ে দপ্তরের কর্মীদের কর্মসংস্কৃতি দেখে ‘তেলেবেগুনে’ জ্বলে উঠলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ১৯ জন সরকারি কর্মচারী একসঙ্গে অফিসে অনুপস্থিত দেখে মন্ত্রী অধিকর্তাকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ছেন।

সরকারি নিয়মে সোমবার সপ্তাহের প্রথম দিন। কিন্তু প্রথম দিনেই অফিসে গণহারে ছুটি কাটাচ্ছেন বড় অংশের সরকারি কর্মচারীরা। সেটা প্রত্যক্ষ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি এদিন সকালবেলা ইন্দ্রনগর এবং গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের অফিসে গিয়ে দেখেন ১৯ জন কর্মচারীর চেয়ার ফাঁকা। অন্যান্য কর্মীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন তারা এদিন অফিসে আসেননি। এগুলি সেসব কর্মচারীদের প্রতিনিয়তই চলে।

বিষয়টি প্রত্যক্ষ করে মন্ত্রী অধিকর্তাকে নির্দেশ দেন অ্যাটেনডেন্স খাতা নিয়ে আসার জন্য। অধিকর্তা অ্যাটেনডেন্স খাতা নিয়ে এসে দেখেন ১৯ জন কর্মচারী এদিন অফিসে আসেনি। তারা কি কারণে এদিন অফিসে আসেনি তার কোন সঠিক উত্তর ছিল না অধিকর্তার কাছে। শেষ পর্যন্ত মন্ত্রী নির্দেশ দেন, যারা অফিসে আসেন নি তাদের কাছ থেকে কারণ তলব করার জন্য। যদি নির্দিষ্ট ভাবে তথ্য সহ সঠিক কারণ দেখাতে না পারেন তাহলে তাদের শোকজ করা এবং বেতন কাটার জন্য নির্দেশ দিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *