ফরেস্টার কিংকর দেবনাথকে কিভাবে খুন করেছে তার মহড়া দিলেন স্ত্রী পূর্ণিমা ও তার প্রেমিক অমিত ঘোষ

তেলিয়ামুড়া, ২১ জুলাই : কিভাবে ফরেস্টার কিংকর দেবনাথকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার মহড়া দিলেন কিংকরের স্ত্রী পূর্ণিমা দেবনাথ ও তার প্রেমিক প্রোমোটার অমিত ঘোষ। রবিবার কঠোর নিরাপত্তার মধ্যে দুই অভিযুক্তকে তেলিয়ামুড়ার ঘটনাস্থলগুলিতে নিয়ে যায় পুলিশ। সেখানে পূর্ণিমা ও অমিত পুরো হত্যাকান্ডের মহড়া দেয় পুলিশের পদস্থ অধিকারীক সহ প্রশাসনের রেজিস্ট্রেটের উপস্থিতিতে।

খোয়াই জেলার তেলিয়ামুড়ার বনকর্মী তথা ফরেস্টার কিংকর দেবনাথের হত্যাকান্ডের সাথে জড়িত স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার প্রেমিক প্রোমোটার অমিত ঘোষকে শনিবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়েছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিত্তিতে যে তথ্য উঠে আসে সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিত ভাবে স্ত্রী পূর্ণিমা ও অমিত ঘোষ এই হত্যাকান্ড সংঘটিত করেছে।

রাবিবার পুলিশি দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিংকর দেবনাথ এর মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিংকর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যাকান্ড সংঘটিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয় মহড়া। এদিন অভিযুক্ত পূর্ণিমা এবং অমিত সরেজমিনে দেখিয়েছেন কিভাবে কিংকরকে খুন করা হয়েছে।

জানা গিয়েছে, প্রথমে পূর্ণিমা তার স্বামী কিংকরকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অজ্ঞান করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরবর্তী সময়ে পূর্ণিমা মোবাইলে কল করলে অমিত সেখানে গিয়ে উপস্থিত হয় এবং দুজনে মিলে বাইকে বসিয়ে কিংকরের মৃতদেহ নিয়ে গিয়ে নিকটবর্তী পুলিনপুরের জাতীয় সড়কে ফেলে দিয়েছে। এদিকে যখন পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয় তখন অগণিত মানুষ সম্মিলিতভাবে উপস্থিত থেকে গোটা ঘটনার নিন্দা জানায় এবং অভিযুক্তদের ফাঁসির দাবীতে সরব হন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *