আমবাসা, ২১ জুলাই : ধলাই জেলার কচুছড়ায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার গাঁজা। এর সঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে গাড়িচালক।
জানা গেছে, আজ রবিবার কচুছড়া থানার পুলিশ উত্তর কচুছড়া এলাকায় স্থানীয় স্কুল সংলগ্ন এলাকায় টিআর ০১ বিএক্স ০৩৮১ নম্বরের একটি গাড়িকে আটক করে। গাড়িতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ছোট বড় প্যাকেট মিলিয়ে ২০০ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ২০ লক্ষ টাকা।
কমলপুরের মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব এ খবর দিয়ে জানান, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় এই গাঁজা বোঝাই গাড়িটি আটক হয়েছে। আমবাসার দুটি নাকা পয়েন্টের পুলিশ কর্মীরা গাড়িটিকে ধাওয়া করেছিলেন। চালক গাড়িটিকে উত্তর কচুছড়া এলাকায় ফেলে পালিয়ে গা ঢাকা দিয়েছে। কচুছড়া থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে।