কমলনগরে কমান্ডার জীপের সাথে মুখোমুখি সংঘর্ষ বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল যুবকের

সোনামুড়া, ১৯ জুলাই : বাইক ও কমান্ডার জীপ গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ফয়সাল আহমেদ নামে ২৭ বছরের যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার কমলনগরের উগিরাটিলা এলাকায়।

জানা গিয়েছে, ফয়সাল আহাম্মেদ শুক্রবার সকাল ১১টায় বাড়ি থেকে কোন কাজের উদ্দেশ্যে মতিনগর যাওয়ার সময় উগরাটিলা বট গাছের নিচে যেতেই সোনামুড়া থেকে দ্রুতগতিতে একটি প্যাসেঞ্জার কমান্ডার গাড়ি এসে তাঁর পালসার বাইকটিকে ধাক্কা দেয়। তাতে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় বাইক চালক। ঘটনাস্থলেই তাঁর নাক, কান ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।

এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করেন। পরবর্তী সময়ে রাস্তায় শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেব। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় চার মাস আগে ফয়সাল আহাম্মেদের বিয়ে হয়েছিল। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *