আগরতলা, ১৯ জুলাই : গন্ডাছড়া মহকুমায় অগ্নিগর্ভ ঘটনা এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার সম্পর্কে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে অবগত করা হবে। শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানান লোকসভার বিরোধী দলের ডেপুটি লিডার তথা সাংসদ গৌরব গগৈ।
তিনি আরো বলেন, কংগ্রেস চায় গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকুক এবং আইনশৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে। তাঁরা হিংসাত্মক ঘটনাগুলি লোকসভা অধিবেশনে তুলে সরকারকে বাধ্য করবে পরিবেশ শান্ত করার জন্য। কারণ প্রধানমন্ত্রী ভারতকে গণতন্ত্রের মডেল বলে দাবি করেন। আর এদিকে ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হচ্ছে। বিশেষ করে সমাজে যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তার থেকে ষ্পষ্ট ত্রিপুরাকে মনিপুর বানানোর চেষ্টা চলছে। কিন্তু কংগ্রেস কখনো এটা হতে দেবে না।
বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে ত্রিপুরায়। আইনশৃঙ্খলা তলান্নিতে গিয়ে পৌঁছেছে। ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিরোধী দলগুলো। সুতরাং বিজেপি দলটা ড্রাগস মাফিয়া, জমির দালাল এবং হার্মাদ বাহিনীর দখল করে নিয়েছে। গন্ডাছড়া প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন, গন্ডাছড়ার ঘটনা কেউ যদি বিক্ষিপ্ত ঘটনা বলে ভাবে তাহলে ভুল করবে। কারণ এটা ছিল বিজেপি -র ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য সরকারকে দায়ী করলেন তিনি। তিনি আরো বলেন, এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে হিসেব করে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, এবং উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ গিরিশ চূড়াঙ্কর, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।