উদয়পুর, ১৯ জুলাই : সাত সকাল গোমতী জেলার উদয়পুরে একটি ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর মহকুমাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, উদয়পুরের গোমতী পল্লী এলাকায় স্থানীয় লোকজন প্রাতঃভ্রমণে বের হলে এক ব্যক্তি দেখতে পায় রাস্তার পাশে থাকা ড্রেনে মৃতদেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন সেই প্রাতঃভ্রমণকারী। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় আর কে পুর থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়।
জানা যায়, মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন। বাড়ি ছনবন মসজিদ সংলগ্ন এলাকায়। তিনদিন ধরে নিখোঁজ ছিলেন মুক্তার হোসেন। পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তাঁর হদিশ পায়নি। অবশেষে শুক্রবার সকালবেলায় ড্রেনের মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মুক্তার হোসেনকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ।