উদয়পুর, ১৯ জুলাই : গোমতী জেলার উদয়পুরের টেপানিয়া ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ বায় বর্মণ সহ আহত কর্মীদের খোঁজখবর নিতে উদয়পুরে আসেন কংগ্রেস প্রতিনিধি দল।
গোমতী জেলার উদয়পুর মহকুমায় টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট কংগ্রেস দলের প্রার্থীরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হন। কংগ্রেস দলের বিধায়ক সুদীপ বায় বর্মণ সহ বেশকয়েক জন দলীয় নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বৃহস্পতিবার উদয়পুর টেপানিয়াতে ছিল শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছিল চাপা ক্ষোভ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার এআইসিসি নেতা গৈরব গগৌ,সাংসদ তারিফ আনোয়ার,কংগ্ৰেস দলের এিপুরার অবজারভার গিরিশ চৌদনকর, এিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ বায় বর্মণ, এআইসিসি – র সাধারণ সম্পাদিকা জরিতা লাইটফ্লাং সহ প্রতিনিধিরা প্রথমে উদয়পুর জামতলা কংগ্রেস ভবনে আসেন। সেখানে দলীয় নেতা ও কর্মীদের কাছ থেকে বূহস্পতিবারের ঘটনা সম্পর্কে অবহিত হন।পরে প্রতিনিধি দল গতকালকের মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আহত হয়েছেন তাদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে অবহিত হন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় এই রাজ্যে বিজেপি গনতন্ত্রকে হত্যা করেছে। গনতন্ত্র বলে কিছুই নেই। পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের মধ্যে যেভাবে শাসকদল বিরোধী দলের উপর আক্রমণ করছে তা সংসদে তোলে ধরা হবে বলে মতপ্রকাশ করেন প্রতিনিধি দল। প্রতিনিধিরা বলেন এই কংগ্রেস ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রশাসন নীরব। যারা আহত হয়েছেন কংগ্রেস দলের নেতা ও কর্মীরা তাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন কংগ্রেস দলের প্রতিনিধিরা।