আগরতলা শহরে বহুতল বাড়িতে রহস্যময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দম্পতি

আগরতলা, ১৯ জুলাই : রহস্যজনক বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দম্পতি। নিজ বাড়ির ত্রিতলে এই বিস্ফোরণ। আশঙ্কা করা হচ্ছে এসিতে এই বিস্ফোরণ হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আগরতলা শহরের ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত পুলিশ সদর কার্যালয় সংলগ্ন এলাকায়। আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিকট শব্দে কেঁপে উঠল রাজধানীর পুলিশ সদর কার্যালয় সংলগ্ন এক বহুতল ভবন। বিস্ফোরণে ত্রিতল থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় দম্পতি। তারা এদিন বিস্ফোরণে দেওয়াল এবং জানালার গ্রিল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এই বিকট শব্দে আশেপাশে মানুষজন ঘুম থেকে উঠে ফ্ল্যাট থেকে বের হয়ে দেখে স্বামী, স্ত্রী দুজন মাটিতে পড়ে চিৎকার করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। তারা সাথে সাথে আহত দম্পতি ডাক্তার বিশ্বনাথ সূত্রধর এবং রুপা সূত্রধরকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘক্ষণ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কোন কিছুই আঁচ করতে পারেনি। তবে পুলিশ এতটা ধারণা করতে পেরেছে যে বিদ্যুতিক কোন বিস্ফোরণ হয়েছে। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা হয়তো এসি বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়েছেন ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর।

এদিকে খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করে আগরতলা পুর নিগমের মেয়র জানান বৃহস্পতিবার রাতে বারোটা নাগাদ এই শব্দ তিনি রামনগরস্থিত বাড়ি থেকে শুনতে পেয়েছেন। তাই বিষয়টি তিনি চোখে দেখতে এসেছেন। প্রত্যক্ষ করেছেন বাড়ির দরজা জানালা সব ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি ঘরের সিলিং পর্যন্ত উড়ে গেছে। বিশেষ করে আশেপাশের বহু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের আরক্ষা প্রশাসন এবং পূর্ত দপ্তরের দক্ষ আধিকারিকদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *