ডাকঘরে প্রবেশ করে মহিলা কর্মচারীর হেপাজত থেকে টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার যুবক

খোয়াই, ১৮ জুলাই : প্রকাশ্যে দিবালোকে ডাকঘরে প্রবেশ করে মহিলা কর্মচারীর হেপাজত থেকে টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার সিঙ্গিছড়ার বেলতলীতে৷ পরে ওই মহিলা কর্মচারীর চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে গিয়ে ওই ছিনতাকারীকে আটক করে পুলিশে দিয়েছেন৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সিঙ্গিছড়ার বেলতলী ডাকঘরে যায় রতন ঘাটুয়াল নামে এক যুবক৷ সেখানে গিয়ে কর্তব্যরত মহিলা কর্মচারীর কাছে ডাক বিভাগের বিভিন্ন স্কীমের সুবিধা নিয়ে কথা বলে৷ তখন ডাকঘরে গ্রাহকের সংখ্যা প্রায় নেই বললেই চলে৷ একটা সময় ডাকঘরে ওই মহিলা কর্মচারী ছাড়া আরও কেউই ছিলেন না৷ তখন রতন ঘাটুয়াল নামের ওই যুবক মহিলা কর্মচারীর গলায় চেপে ধরে এবং টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করে৷

কোনওরকমে ওই মহিলা ছিনতাইকারী রতন ঘাটুয়ালের কব্জা থেকে মুক্ত হয়ে চিৎকার চেচামেচি শুরু করেন৷ চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায় ডাকঘরে৷ সেখানে গিয়ে মহিলা কর্মচারীর অভিযোগ মূলে রতন ঘাটুয়ালকে আটক করে৷ পরে খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতন ঘাটুয়ালকে আটক করে থানায় নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *