তেলিয়ামুড়া, ১৮ জুলাই : প্রধানমন্ত্রী জার্মান স্কিম থেকে বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর মানুষজনেরা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে জেলাশাসকের উদ্ধারে ডেপুটেশন প্রদান করেন বৃহস্পতিবার সকালে।
উল্লেখ্য, ত্রিপুরার রিয়াং জনগোষ্ঠীর মানুষেরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এমনকি প্রধানমন্ত্রী জার্মান স্কিম পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। ইতিপূর্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক বন্ধের হুমকি দিয়েছিলেন রিয়াং জনগোষ্ঠীর মানুষ। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকড়াছড়া, উত্তর গোকুলনগর ইত্যাদি জনজাতি অধ্যুষিত এলাকার রিয়াং জনগোষ্ঠীর সাধারণ মানুষেরা রীতিমতো ক্ষুব্ধ।
তাঁদের অভিযোগ, সরকারি প্রকল্প তাদের এলাকায় বাস্তবায়িত হচ্ছে না। এর পাশাপাশি সমস্ত ধরনের সরকারি সুবিধাগুলি তাদের এলাকায় প্রযোজ্য হচ্ছে কি হচ্ছে না তা দেখার জন্য প্রশাসনের কোন ভূমিকা নেই। অবশেষে বৃহস্পতিবার নিজেদের দাবির স্বপক্ষে ব্যাবস্থা গ্রহণ করার জন্য বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর কিছু লোক তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে এসে জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হন।
জেলাশাসক গোটা ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।