আমবাসা, ১৮ জুলাই : দীর্ঘদিন ধরে ভাঙাচোরা, বড় বড় গর্তপূর্ণ সড়কে ঝুঁকি নিয়ে স্কুলের যাতায়াত করেন ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকারা। একইভাবে খুব কষ্ট এবং ঝুঁকির মধ্যে যাতায়াত পাশের আইটিআই ইনস্টিটিউটের ছাত্র ও শিক্ষকদেরও। বারবার স্কুল কর্তৃপক্ষ প্রশাসনকে সড়কটি সংস্কারের দাবি জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমতাবস্থায় শেষ পর্যন্ত আমবাসা মডেল ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা অবরোধ করেছেন ধলাই জেলা সদরের আমবাসা-লালছড়ি সড়ক।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসেম। তাঁদের দাবি, শীঘ্র বেহাল সড়কটি সংস্কার করতে হবে। দীর্ঘ সড়কজুড়ে ছোট বড় গর্ত। বৃষ্টির জল জমে বোঝা যায় না গর্তগুলো। ফলে যে সকল ছোট বড় যানবাহন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আসে, তাদের প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয়। একই দুরবস্থার শিকার পাশের আমবাসা আইটিআই ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষক এবং এলকাবাসীর। অথচ সড়কটি সংস্কারের জন্য বহুবার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর ফলে আজ ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসেন।
পথ অবরোধের ফলে রাস্তার দু-পাশে থমকে যায় বহু যানবাহন। খবর পেয়ে প্রায় দু-ঘণ্টা পর ছুটে আসেন মহকুমা প্রশাসনের ডিসিএম পঙ্কজ দত্ত। তিনি কথা বলে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন, যত শীঘ্র সম্ভব শুরু হবে সড়কের সংস্কার কাজ। অবশেষে ডিসিএম-এর আশ্বাস পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা।