আগরতলা, ১৭ জুলাই : রাজধানী আগরতলা শহরে নাগেরজলা অটো স্টেন্ড এলাকায় নেশা সামগ্রী বিক্রির অভিযোগে এক যুবককে বেধরক মারধর করেছে স্থানীয় লোকজন৷ পরে রক্তাক্ত অবস্থায় বাধারঘাট ফায়ার স্টেশনের কর্মীরা ওই যুবককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ আক্রান্ত যুবকের নাম অভিজিৎ চক্রবর্তী৷
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তাঁদের কাছে খবর যায় যে নাগেরজলা বাঁশবাজার সংলগ্ণ অটো স্ট্যান্ড এলাকায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছেন তাঁরা৷ স্থানীয় জনগণের বক্তব্য ওই যুবক নেশা সামগ্রী বিক্রির সাথ জড়িত৷ তাই তাকে জনগণ গণধোলাই দিয়েছে৷ কিন্তু, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তি যেই হোক যে অপরাধই করুক তাকে হাসপাতালে পৌঁছানো ফায়ার সার্ভিসের কর্মীদের দায়িত্ব৷ তাই তাঁরা দায়িত্ব পালন করেছেন৷
অন্যদিকে, আক্রান্ত যুবক জানিয়েছেন যে সে নেশাসক্ত৷ তবে সে নেশী সামগ্রী বিক্রির সাথে জড়িত নয়৷ তার কাছে এক হাজার টাকা ছিল৷ সে জল কিনতে গিয়েছিল দোকানে৷ সেখানে নেশাসক্ত অবস্থায় থাকায় কথাবার্তা ঠিকমতো বলতে পারছিল না৷ তাই তাকে নেশা কারবারি তকমা দিয়ে বেধরক মারধর করেছে স্থানীয় লোকজন৷