বক্সনগর, ১৬ জুলাই : সিপাহীজলা জেলার মেলাঘর রাজঘাটের রাজু বর্মনের বাড়িতে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল টাইলস শ্রমিকের। সঙ্গে আহত অপর এক শ্রমিক। মৃত শ্রমিকের নাম রিপন দেবনাথ।
জানা গিয়েছে, মেলাঘর খাস চৌমুনীর সুব্রত সরকার, আবু তাহের, শিমুল দেবনাথ, রিপন দেবনাথ এই চারজন টাইলস শ্রমিক মেলাঘরের রাজু বর্মনের বাড়িতে টাইলসের কাজ করার জন্য আসেন। টাইলসের কাজ করতে গিয়ে হঠাৎ এই চারজন শ্রমিকের মধ্যে আবু তাহের মিয়া বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। এই ঘটনা দেখতে পেয়ে চারজন শ্রমিকের মধ্যে রিপন দেবনাথ আবু তাহের মিয়াকে বিদ্যুৎপৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
কিন্তু ভাগ্যক্রমে আবু তাহের মিয়া বেঁচে যান। এই ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু হলে বাড়ির লোকজনের সহযোগিতায় সঙ্গে সঙ্গে রিপন দেবনাথ এবং আবু তাহের মিয়াকে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তুু অপরদিকে আবু তাহের মিয়া মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।