গন্ডাছড়া, ১৬ জুলাই : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পরিস্থিতি এখনও থমথমে। গত কয়েকদিনে বেশকিছু বাড়িঘর ও দোকান দুষ্কৃতকারীদের নাশকতার আগুনে পুড়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে গেলেন মন্ত্রী বিধায়কদের টিম। তারপর মঙ্গলবার ভোরে আগুনে পুড়ল আরও দুটি দোকান।
ধলাই জেলা শাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবারের অগ্নিকাণ্ডের ঘটনাকে বৈদ্যুতিক সর্ট সার্কিট বলে দাবি করেন। পাশাপাশি জেলা শাসক দাবি করেন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি সকলের প্রতি আহ্বান জানান যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া গুজব থেকে দূরে থাকার জন্য।
এদিকে, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন রাত ২টা ৫৫মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। দুটি ইঞ্জিন নিয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে জান। স্থানীয় জনগণের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আরও জানিয়েছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখানে নাশকতার কোন কিছু পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লক্ষ টাকা হবে। গন্ডাছড়ায় অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিনের জন জলের সংকট রয়েছে একথা স্বীকার করে দপ্তরে কর্মীরা দাবী করেন জলের রিজার্ভ ট্যাঙ্কের ব্যাবস্থা করা প্রয়োজন।