পরকীয়ার জেরে পারিবারিক বিবাদ আছড়ে পড়ল গোমতী জেলা হাসপাতালে, হুলুস্থুল কান্ড

উদয়পুর, ১৬ জুলাই : পরকীয়ার জেরে পারিবারিক বিবাদ আছড়ে পড়ল হাসপাতাল চত্বরে। ঘটনা টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে। হুলুস্থুল কান্ড ঘটে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গিয়েছে, কয়েক বছর হয়েছে বিয়ে করেছেন অমরপুর মহকুমার টিঙ্কু মালি নামে এক গাড়ি চালক। বিয়ের পর থেকে তাদের সংসার ভালো চলছিল। এর মধ্যে দুই ছেলে সন্তান রয়েছে টিঙ্কু মালির। বড় ছেলে নবম শ্রেনী ও ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে বলে জানান টিঙ্কুর প্রথমা স্ত্রী। কয়েক মাস ধরে টিঙ্কু উদয়পুরের পালাটানা এলাকায় কানকাটা চৌমুহনী এলাকার এক বিবাহিতা মহিলার সাথে পরিচয় হয়। তার নাম মনি ঘোষ। এই মহিলারও সন্তান রয়েছে।

টিঙ্কু মালি প্রথমা স্ত্রীকে সাংসারিক ভাবে সাহায্য ও সহযোগিতা না করে তাদের উপর অত্যাচার করেন বলে অভিযোগ। প্রথমা স্ত্রী ইতিমধ্যে খবর পায় তিন দিন ধরে টিঙ্কু গোমতী জেলা হাসপাতালে মনি ঘোষকে নিয়ে আছে। এই খবর পেয়ে টিঙ্কু তার শাশুড়িকে মঙ্গলবার সকালে অমরপুর থেকে উদয়পুরে নিয়ে আসেন এবং তাঁকে নিয়ে গোমতী জেলা হাসপাতালে পৌঁছেন।

সেখানে গিয়ে হাতনাতে ধরে ফেলে স্বামীকে। এই নিয়ে গোমতী জেলা হাসপাতালে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝামেলা হয়। হুলুস্থুল কান্ড ঘটে যায়। পরবর্তী সময়ে টিঙ্কু মালিকে হাসপাতালে কর্তব্যরত পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। যদিও কোন মামলা মোকদ্দমা হয়নি পুলিশ তাদের পারিবারিক সমস্যা পরিবারে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *