উদয়পুরের চন্দ্রপুরে নির্জন বাড়িতে চোরের হানা, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাট

উদয়পুর, ১৪ জুলাই : পুলিশ প্রহরা দিতে ব্যস্ত রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি। অপরদিকে চোরের দল প্রত্যেকদিন গোমতী জেলার উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় হাত সাফাই করে যাচ্ছে। পুলিশ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তৎপরতা দেখিয়ে আসে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী।

জানা গিয়েছে, গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর ১ নং কলোনী এলাকায়। বাড়ির মালিকের অনুপস্থিতিতে চোরের দল ঘরে প্রবেশ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই তদন্ত শুধু অফিসারের ডাইরিতেই সীমাবদ্ধ থাকে কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ এলাকাবাসীর।

প্রসঙ্গত চলতি মাসে উদয়পুর আর কে পুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গাতে এই ধরনের চুরির ঘটনা সংগঠিত হয়েছে। প্রত্যেকটি ঘটনায় তদন্ত করেছে পুলিশ। কিন্তু গ্রেপ্তার নেই। উদ্ধার করতে ব্যর্থ চুরি হওয়া সামগ্রীগুলি। এদিকে উদয়পুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া কুখ্যাত চোরের দল। তাদেরও নাগাল পাচ্ছেন না পুলিশ। অথচ কংগ্রেস কিংবা সিপিআইএম এই দলগুলির পার্টি অফিস রক্ষার দায়িত্ব খুব প্রশংসনীয়ভাবে পালন করে যাচ্ছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *