বক্সনগর, ১৪ জুলাই : পাচার বাণিজ্য ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছে এক যুবক। আহত যুবকও পাচার বাণিজ্যের সাথে জড়িত। তার নাম জাফর শরীফ। বর্তমানে জাফর আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল আটটা নাগাদ সিপাহীজলা জেলার বক্সনগরে। ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় জাফরকে।
জানা গিয়েছে, পাচার বাণিজ্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে বক্সনগর পশ্চিম পাড়ার জাফর শরীফকে সকাল সাড়ে আটটা নাগাদ কাজী মোদির ছেলে আব্দুল মোতালেব এবং হানিফ মিয়া সহ তাদের ভাই ভাতিজারা মিলে দা দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে। চিৎকার চেচামেচি করে কোনরকমভাবে প্রাণ রক্ষা করে জাফর। পরে তার পরিবারের লোকজন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করেন।
প্রসঙ্গত, এপার ওপার বাণিজ্য এবং পাচারকারীরদের দৌরাত্ম্য বক্সনগরে। সীমান্তবর্তী বক্সনগর পাচারকারীদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ প্রায় সময় ঘটে। প্রায় দুই মাস পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বক্সনগর বাজারে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ। বক্সনগর পশ্চিমপাড়া রেনু মিয়ার ছেলে জাফর শরীফকে বক্সনগর বাজারে পূর্ব শত্রুতার জেরে পাচারকারী আব্দুল মোতালেব, হানিফ মিয়া ও তাদের ভাই ভাতিজারা মিলে দা দিয়ে খুনের চেষ্টা করা হয় জাফর শরীফকে। তাদের দায়ের কোপে শরীফ মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাজারে ব্যবসায়ী এবং আত্মীয়রা খবর পেয়ে সাথে সাথে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসক জাফরের আশঙ্কাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। জিবি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জাফরের অবস্থা স্থিতিশীল। জাফরের ভাই সুমন জানিয়েছেন, মূলত পাচার বাণিজ্য নিয়ে গোষ্ঠী বিবাদের জেরে এই ঘটনা।