পানিসাগর, ১১ জুলাই : নেশা সামগ্রী সহ পুলিশের হাতে আটক হলেন শাসক দলের নেতা। এই ঘটনায় এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। ঘটনা পানিসাগরে। ধৃত ব্যক্তির নাম ইকবাল আহমেদ।
বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান দিয়ে চলেছেন নেতা মন্ত্রিরা। আর দলেরই নেতা সুযোগ বুঝে নেশার কারবার চালিয়ে যাচ্ছেন। এমনই ঘটনা নজরে এল পানিসাগর এলাকায়।
জানা গেছে পানিসাগর থানা সংলগ্ন নাকা পয়েন্ট এলাকা দিয়ে এক ব্যক্তি অতিক্রম করার পথে নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ এর সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম ইকবাল আহমেদ। তার বাড়ি কদমতলা থানাধীন কুর্তির মধ্য রাজনগর এলাকায়।
জানা গেছে আটককৃত ইকবাল আহমেদ বিজেপির কুর্তি কদমতলা মন্ডলের সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি। তিনি কুর্তি মধ্য রাজনগর এসবি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত নেশা কারবারি ইকবাল আহমেদকে ধর্মনগর জেলা দায়রা আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দেয়।