পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মহারাজগঞ্জ বাজারে অভিযান এনফোর্সমেন্ট টিমের

আগরতলা, ১১ জুলাই।। খুচরো বাজারে পেঁয়াজের দাম বেড়েছে৷ ক্রেতা সাধারণের তরফ থেকে প্রতিনিয়তই দপ্তরের নীরবতায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল৷ গত কদিন ধরে বাজারে পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ বাজারের উপর দপ্তরের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ উঠছিল৷ এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে সদর এনফোর্সমেন্ট টিম৷

এদিন, বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন এনফোর্সমেন্ট টিমের আধিকারিক তথা সদর মহকুমা প্রশাসনে ডিসিএম দেবব্রত রায়৷ তিনি জানিয়েছেন এদিন, মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়েছে, তবে একটি দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ ওই দোকানে সামগ্রীর সাথে নথিপত্রের গড়মিল পাওয়া গিয়েছে৷ তাছাড়া আরও একটি দোকানের সেইল বুক জব্দ করা হয়েছে৷ পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷

ডিসিএম দেবব্রত রায় আরও জানিয়েছেন, বাজারে পেঁয়েজের দাম বেড়েছিল৷ এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি হচ্ছে বর্ষার দরুন পণ্যবোঝাই গাড়ি বহিঃরাজ্য থেকে নিয়মিত আসছে না৷ তবে ডিসিএম জানিয়েছেন, ধীরে ধীরে পেঁয়াদের দাম স্বাভাবিক হচ্ছে৷ তবে এনফোর্সমেন্ট টিম নজরদারী চালিয়ে যাচ্ছে৷ এদিনের অভিযানে ছিলেন ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিক, খাদ্য দপ্তরের আধিকারীক, বিক্রয় কর দপ্তরের আধিকারী এভং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারীকরা৷ ডিসিএম জানিয়েছেন, আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *