আবারও মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরে

আগরতলা, ১০ জুলাই : মিড ডে মিল প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনা আগরতলা শহরের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরে। খবর চাউর হতেই অভিভাবক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, সরকার যে চাল দিচ্ছে স্কুলগুলিতে সে চাল নিম্নমানের এমন অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। সরকার থেকে যে চাল দেওয়া হচ্ছে সেই চালই নাকি তাদেরকে খাওয়ানো হচ্ছে। তাতে তাদের কোন কিছু করার নেই। সেই পোকামাকড় ধরে থাকা চালগুলি রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে। এমন অভিযোগ করলেন আগরতলা পুর নিগমের পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলার সহ অভিভাবকরা।

শহরের হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয় যারা পরিচালনা করছেন তারা সঠিক ভাবে পরিচালনা করছেন না। খাদ্য দপ্তরের অফিসে গিয়ে অভিযোগ করে আসেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। সেই অভিযোগ পেয়ে খাদ্য দপ্তর থেকে বুধবার স্কুলে অভিযান চালানো হয় এবং সেই অভিযোগের সত্যতা পায় খাদ্য দপ্তরের আধিকারিকরা। খাদ্য দপ্তরের তরফ থেকে এই অভিযানে ছিলেন এসডিসি প্রদীপ কুমার ভোমিক, চীফ ইন্সপেক্টর দেবজ্যোতি চক্রবর্তী ও শর্মিষ্ঠা দাস সহ অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *