কৃষকরা আত্মনির্ভর হলে দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে : খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ৪ জুলাই : কৃষকদের কল্যাণে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কিষাণ সম্মাননিধি, কৃষি জমির মাটি পরীক্ষা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মতো প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়ার অগ্নিবীণা হলে মিধিলি ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

তিনি আরও বলেন, কৃষকদের বিজ্ঞানসম্মত চাষাবাদে অভ্যস্ত করে তুলতে উন্নত কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। কৃষকরা আত্মনির্ভর হলে দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হবে। তাই কৃষকদের আত্মনির্ভর করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জিরানীয়া মহকুমার বেলবাড়ি, মান্দাই ও জিরানীয়া ব্লকের ২,৩৮৪ জন কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর্থিক সহায়তা হিসেবে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ৬৫ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা সুবিধাভোগী কৃষকদের হাতে আর্থিক সহায়তার মঞ্জুরিপত্র তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *