সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরী কন্যা সৎ-বাবা কতৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী

তেলিয়ামুড়া, ৩ জুলাই : অসভ্যতা আর নির্লজ্জতা সহ বর্বরতার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভার চামপ্লাই এলাকায়। সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরী কন্যা তার সৎ-বাবা কতৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চামপ্লাই এলাকার ১৩বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া জনৈকা কিশোরী কন্যাকে দিনের পর দিন তার বাড়িতেই সৎ বাবার লালসার শিকার হতে হয়েছে। স্বাভাবিক ভাবেই সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। মঙ্গলবার স্কুলে গিয়ে ওই কিশোরী বাড়ি ফিরতে চাইছিল না এবং বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয়।

ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুড়া থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং পরবর্তী সময়ে মামলা নথিভুক্ত করা হয়। তৎপরতার সাথেই অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে এবং তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়।

তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(৩) নং ধারা এবং পক্সো আইনের ৬ নম্বর ধারায় মামলা নিয়েছে পুলিশ। মামলার নম্বর ৪৫/২০২৪। মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *