সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র নিন্দা জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ২ জুলাই : সংসদের উত্তেজনার আঁচ ত্রিপুরা প্রদেশ বিজেপি কর্যালয়ে। সোমবার সংসদের দাঁড়িয়ে যে কথাবার্তা বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার তীব্র প্রতিবাদ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য অভিযোগ করেন রাহুল গান্ধী যে আচরণ করেছেন সেটা মোটেও সংসদীয় মর্যাদার সাথে মানানসই ছিল না। তিনি মিথ্যা কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করেছেন। ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতার এ ধরনের ভূমিকার জন্য ধিক্কার জানায়।

মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দলের পক্ষ থেকে দাবি জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যাতে দলের বরিষ্ঠ নেতৃত্ব শিক্ষা দেন কিভাবে সংসদীয় মর্যাদা রক্ষা করতে হয়। কারণ তিনি ২০০৪ সাল থেকে সাংবিধানিক পদে না থাকলেও এমন অভাবনীয় আচরণ করে চলেছেন। এগুলি ভালো চোখে দেখছে না দেশবাসী। প্রদেশ সভাপতি আরো বলেন, গণতন্ত্রের পীঠস্থান সংসদে দাঁড়িয়ে হিন্দুদের এভাবে চরম অপমান করা শোভা পায়নি রাহুল গান্ধীর। কংগ্রেস বরাবর হিন্দুদের অপমান করে আসছে বলে অভিযোগ তুলেন তিনি।

প্রসঙ্গত, সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। বিজেপি হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। রাহুল গান্ধীর এই মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠে সংসদ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *