সোনামুড়ায় নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার একুশ বছরের যুবকের

সোনামুড়া, ২ জুলাই : নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অধীন বরদোয়াল গ্রামে৷ নিহত যুবকের নাম শাকিল মিয়া৷ বয়স একুশ বছর৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ আশঙ্কা করা হচ্ছে ফাঁসিতে আত্মহত্যা করেছে শাকিল মিয়া৷

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিজ বাড়ির একটি ঘরের মধ্যে শাকিল মিয়ার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার চেচামেচি শুরু করে৷ খবর দেওয়া হয় সোনামুড়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে৷ পরিবারের লোকজন শাকিল কেন আত্মহত্যা করেছে এই ব্যাপারে কোন কিছুই অনুমান করতে পারছেন না৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ একুশ বছরের শাকিল মিয়ার এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *