কৈলাসহর, ১ জুলাই : ত্রিপুরার উন্নয়নে ব্যর্থ সরকার। বরং কাটমানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। গুরুতর এই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা।
জানা গেছে ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ৬ এবং ৭ নং ওয়ার্ডের অর্থাৎ ৩২ কেভি সাব স্টেশনের পাশ হয়ে নেশনাল হাইওয়েতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পরিণত হয়ে আছে। রাস্তাটির সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পিডব্লিউডি দপ্তরের কাছে লিখিত রেজুলেশন পাঠানোর পরেও সংশ্লিষ্ট দপ্তর রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি।
তাই এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা সোমবার সকালে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকাবাসীদের নিয়ে বেহাল রাস্তাটি পরিদর্শন করতে যান। রাস্তাটি বর্তমানে এমন অবস্থা হয়ে আছে যা মানুষ চলাচলের অযোগ্য। রাস্তাটি পরিদর্শনে গিয়ে বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার উন্নয়নমূলক কাজে ব্যর্থ। তারা শুধু কাটমানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই তিনি জানিয়েছেন যেকোন ভাবেই হোক তিনি এই রাস্তাটির সংস্কার করার ব্যবস্থা করবেন।