কাঞ্চনপুর, ১ জুলাই : নাবালিকা নিখোঁজের অভিযোগ নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরও প্রশাসনের সাহায্য না পেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অসহায় বাবা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রীর ধনঞ্জয় পাড়া গ্রামে।
নিখোঁজ হওয়া নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৬ই জুন কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রীর ধনঞ্জয় পাড়া গ্রামের হেমেন্দ্র নাথের ষোল বছরের মেয়ে সকালে বাড়ি থেকে মর্নিং ওয়াকে গেলে আর বাড়ি ফিরে আসেনি। মেয়ে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন মেয়ের বাবা সহ পরিবারের অন্যান্য লোকেরা। খোঁজাখুঁজির পরও মেলেনি মেয়ের সন্ধান। শেষ পর্যন্ত মেয়ের বাবা মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে লালজুরি পুলিশ আউট পোস্টে লিখিত অভিযোগ করেন।
লালজুরি আউট পোস্টে লিখিত অভিযোগ করার কিছুদিন পর নিখোঁজ হওয়া মেয়ের বাবার মোবাইলে একটি কল আসে আগরতলার আমতলী থানার অন্তর্গত গকুলনগর গ্রাম থেকে এবং বলা হয় আগরতলা যাওয়ার জন্য। মেয়ে রয়েছে ওইখানে। পরবর্তীতে মেয়ের দরিদ্র অসহায় বাবা সঙ্গে একজনকে নিয়ে আগরতলার আমতলী থানার অন্তর্গত গকুলনগর গ্রামে গেলে একজন ব্যক্তি উনাকে বলে চল্লিশ হাজার টাকা দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। গরীব অসহায় বাবার কাছে এত টাকা ছিল না যার জন্য তিনি অল্প কিছু টাকার বিনিময়ে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু মেয়েকে ছাড়া হয়নি।
অবশেষে দরিদ্র অসহায় বাবা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসেন এবং পরবর্তীতে লালজুড়ি আউট পোস্টের ওসির সাথে বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ করেন। তারপরও মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।!মেয়েকে ফিরিয়ে আনার জন্য শেষ পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন দরিদ্র অসহায় এই বাবা।