তেলিয়ামুড়া, ২৬ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায় স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম বিমল দাস। বয়স আনুমানিক আটত্রিশ বছর। তিনি পেশায় শ্রমিক ছিলেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে গামাইবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মত বুধবার বিমল দাস বাড়ির কাছে একটি জলাশয়ে স্নান করতে গিয়েছিলেন। তারপর কোনভাবে বিমল জলের তলে তলিয়ে যায়। কিছুক্ষণ পর এলাকার অন্যান্য লোকজন একইরকমভাবে স্নান করতে গেলে জলের নিচে বিমলের মৃতদেহের হদিশ পায়। এরপর এলাকাবাসীরা জলের নিচে থেকে বিমলের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিমলের মৃত্যু কিভাবে হয়েছে এই নিয়ে চলছে এলাকাজুড়ে গুঞ্জন। অনেকের অনুমান মদমত্ত অবস্থায় স্নান করতে গিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। যদিও ময়নাতদন্তের পর ঘটনার পেছনে কি রহস্য রয়েছে তা জানা যাবে।