উদয়পুর, ২৬ জুন।। যান দূর্ঘটনায় প্রাণ হারালেন আরও এক যুবক। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার গোমতী জেলার উদয়পুরের সিএনজি স্টেশনের সামনে। নিহত যুবকের নাম বিজয় দাস।
জানা গিয়েছে, উদয়পুরের ফুলকুমারী ক্যানেল চৌমুনি এলাকার বাসিন্দা বিজয় দাস। ব্রহ্মবাড়ী সিএনজি স্টেশনের সামনে বিজয় বাইকের নিয়ন্ত্রন হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। এতে বিজয় গুরুতর ভাবে আহত হয়। দুর্ঘটনার পর আহত অবস্থায় বিজয় দাসকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে।
হাসপাতালে নিয়ে আসার পর বিজয় দাসকে সিটি স্ক্যান করার জন্য প্রেরন করা হয়। সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়ার পর বিজয় দাসের মৃত্যু হয়। এইদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দূর্ঘটনাকে কেন্দ্র করে শোঁকের ছায়া নেমে এসেছে উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুনি এলাকায়।