কুমারঘাট, ২৫ জুন।। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ীতে উদ্বোধন হল সমাজ কল্যান প্রাথমিক কৃষি সমবায় সমিতির মার্কেট স্টলের। একইসাথে গ্রামীণ হাট নির্মানের জন্য স্থাপন করা হল ভিত্তিপ্রস্তর। মন্ত্রী সুধাংশু দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের পদাধিকারিকদের উপস্থিতিতে হয় এই অনুষ্ঠান।
কাঞ্চনবাড়ী ধনসিংহ চৌধুরী স্কুল সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভাধীন কাঞ্চনবাড়ীতে উদ্বোধন হল সমাজকল্যান প্রাথমিক কৃষি সমবায় সমিতির বেকার স্টলঘরের। সেইসঙ্গে কাঞ্চনবাড়ীতে গ্রামীণ হাট নির্মানের জন্য স্থাপন করা হল ভিত্তি প্রস্তর। কৃষি সমবায় সমিতি এই অনুষ্ঠানের আয়োজক। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সমাজ কল্যান প্রাথমিক কৃষি সমবায় সমিতির সভাপতি বিমলেন্দু পাল, নাবার্ডের সাধারণ সম্পাদক অনিল এস কটমির সহ অন্যান্যরা।
এদিন ফলক উন্মোচন এবং ফিতে কেটে জাতীয় সমবায় উন্নয়ন নিগম ও রাজ্য সরকারের সহযোগিতায় সুসংহত সমবায় বিকাশ প্রকল্পে নির্মিত দশটি স্টলঘরের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে সমবায় সমিতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সমবায় দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকে সমবায়ের উন্নয়ন আরো গতি পেয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য অনেকটাই সহায়ক এই ধরনের উদ্যোগ। এই স্টলে ব্যাবসা করেই স্থানীয় বেকাররা সাবলম্বী হতে পারবে বলে আশা ব্যাক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস।
এই ভবন নির্মানে ব্যায় হয়েছে ৪৫ লক্ষ টাকা। এদিন অনুষ্ঠানের মধ্যদিয়ে সুবিধাভোগীদের হাতে স্টলের চাবি তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, কাঞ্চনবাড়ীর মানুষের দাবীকে গুরুত্ব দিয়ে এলাকায় নির্মান হতে চলেছে গ্রামীণ হাট। নাবার্ডের অর্থানুকুল্যে আগামীদিনে গড়ে উঠবে এই হাট। এদিন সেই গ্রামীণ হাট নির্মানের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনও করা হয়েছে।