বিশালগড়, ২৫ জুন।। সিপাহীজলা জেলার বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসকদল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ ১৯জন ভোটার কংগ্রেসে যোগদান করলেন। তাদেরকে দলে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফত ইকবাল, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা।
মঙ্গলবার দুপুরে অরবিন্দনগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে তপন শিবের বাড়িতে সেই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিকে অরবিন্দনগর পঞ্চায়েতের দুই দুইবারের প্রধান মিরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ ২০১৪ সালে অরবিন্দ নগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে জেলা ওবিসি মোর্চার সদস্য হিসেবে মনোনীত হন।
তিনি বলেন যারা দীর্ঘদিন যাবত সিপিআইএম এবং কংগ্রেস করেছেন তাদেরকে বিজেপি দলে ঠাই দিয়ে বুথ সভাপতি নির্বাচিত করেছেন দলের নেতৃত্বরা তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি আরো বলেন অরবিন্দনগর পঞ্চায়েতের মধ্যে ‘ক্যাপ্টেন’ তৈরি হয়ে গিয়েছে আগামী দিন খেলোয়ারগুলিকে নিয়ে বিজেপিকে ধুলিস্যাৎ করব। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে বিশালগড়ে প্রত্যেকটি পঞ্চায়েতের প্রার্থী দেওয়ার কথা ও জানিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন দলত্যাগী মিরা দেবনাথ।