উদয়পুর, ২০ জুন : গোমতী জেলার উদয়পুর মহকুমার বাগমা ফাঁড়ির পুলিশ প্রচুর পরিমানে কাপড় ও চশমা আটক করেছে। মূলত এই সামগ্রী বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে বারটা নাগাদ উদয়পুরের বাগমা ফাঁড়ির নাকা পয়েন্টে পুলিশ গাড়ি চেকিং করার সময় টিআর ০১এইউ ১৯২০ নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালায়। পুলিশ দেখতে পায় ৩৫টি বড় কার্টনে কাপড় ও ১৫টি বড় কার্টনে চশমা রয়েছে। কাপড় ও চশমাগুলির কোন বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ি চালক। সঙ্গে ছিল না কাপড়ের ও চশমার মালিক। গাড়ির চালক সঠিকভাবে মালিকের নামও বলতে পারেননি। পুলিশ গাড়ি সহ চালককে রাতে বাগমা ফাঁড়িতে আটক করে রাখে।
পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ গাড়ি সহ সমস্ত মালগুলি রাধা কিশোর পুর থানায় নিয়ে আসে। পুলিশ রাধা কিশোর পুর থানায় মালগুলি নামিয়ে খুলে চেকিং করে আইনী প্রক্রিয়া শুরু করেছে বলে জানান বাগমা ফাঁড়ির ওসি তমাল চক্রবর্তী। ধারণা করা হচ্ছে কাপড় এবং চশমাগুলি আগরতলা থেকে উদয়পুর দিয়ে শান্তিরবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।