আগরতলা, ২০ জুন : সংস্কারের অভাবে রাস্তা বেহাল অবস্থায়। হেলদোল নেই প্রশাসনের। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়ার মন্ডলপাড়ায়। স্থানীয় জনগণ প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গিয়েছে, চার বছর ধরে মেরামতের অভাবে বামুটিয়া ব্লকের অন্তর্গত পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মণ্ডল পাড়া থেকে সবুজ সংঘ যাওয়ার ইটের সলিং রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তার পাশে সাইড ওয়াল না থাকার কারণে বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই স্থানীয়রা রাস্তা মেরামত সহ সাইড ওয়াল নির্মাণের দাবী জানিয়েছেন।
একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধিদের জানিয়েও কোন কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আাসা এবং জরুরি অবস্থায় এই এলাকায় গাড়ি প্রবেশ করতে চায় না। চরম দুর্ভোগের শিকার জনগণ।