৪০ দিন ধরে বন্ধ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া বিদ্যুৎ নিগমের কল অফিস

বিলোনিয়া, ১৮ জুন : ৪০ দিন ধরে বন্ধ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমাধীন মাইছড়া বিদ্যুৎ নিগমের কল অফিস। দরজায় ঝুলে আছে তালা। হেলদোল নেই দপ্তরের কর্তৃপক্ষের। ক্ষোভে ফুঁসছেন মাইছড়ার গ্রাহকরা।

স্থানীয় জনগণ জানিয়েছেন, এই অফিস বন্ধ থাকার কারণে ঠিক ভাবে গ্রামে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে না। নিগমের আধিকারিকদের এ বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। ৪০ দিন আগে মাইছড়া বিদ্যুৎ নিগমের কল অফিসের কর্মী লিটন রুদ্রপাল বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার পর থেকেই মাইছড়া বিদ্যুৎ নিগমের কল অফিসে তালা ঝুলছে। কেউ নেই খোলার মত।

মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন বর্তমান সময়ে এলাকায় যদি বিদ্যুৎ নিয়ে কোন সমস্যা হয় তাহলে সে লাইন সারাই করার জন্য কোন বিদ্যুৎকর্মী নেই। বিদ্যুৎ পরিষেবা পেতে বিলোনিয়া অফিসের কর্মীদের দিকে তাকিয়ে থাকতে হবে। বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে কর্মীরা আসলে বিদ্যুৎ পাবে নতুবা মাইছড়াবাসীরা বিদ্যুৎহীন থাকবেন। অতি দ্রুত যাতে মাইছড়া বিদ্যুৎ বিভাগের কল অফিসে বিদ্যুৎ কর্মী দেওয়া হয় এবং অফিসের তালা খোলা হয় সেই দাবী করেছেন এলাকাবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *