তেলিয়ামুড়া, ১৮ জুন : আসাম আগরতলা জাতীয় সড়কে ফের ধস পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে৷ ঘটনা মঙ্গলবার দুপুরে জাতীয় সড়কের মুঙ্গিয়াকামীর ৩৬ মাইল এলাকায় আঠারমুড়া পাহাড়ে৷ অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবোঝাই একটি বাস৷ ধসের কারণে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ বহু যানবাহন৷
জানা গিয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তেলিয়ামুড়া মহকুমায়৷ প্রবল বৃষ্টির মধ্যেই আঠারমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় আচমকা ধস পড়ে৷ বহু পুরনো একটি গাছ পাহাড় থেকে জাতীয় সড়কের উপর পড়ে যায়৷ কয়েক সেকেন্ডের জন্য একটি যাত্রীবাহী বাসের উপর পড়ে যেত গাছটি৷ বাসের চালক দ্রুত ব্র্যাক কছে বাসটিকে রাস্তার পাশে পাহাড়ে ধাক্কা লাগিয়ে দেয়৷ যদিও কারো কোন ক্ষতি হয়নি৷
এদিকে, শনিবারের পর মঙ্গলবার ফের একবার ধসের পর প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতা লক্ষ করা যায়নি৷ প্রায় দুই ঘন্টা পর জাতীয় সড়কের ধস পরিস্কারের কাজে হাত লাগায় প্রশাসনের কর্মকর্তারা৷ ধসের ফলে পাহাড়ের মধ্যে আটকা পড়ে যায় ছোট বড় বহু যানবাহন৷ যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়৷ একদিকে বৃষ্টি অন্যদিকে রাস্তা বন্ধ এই অবস্থায় একাধিক অ্যাম্বুলেন্সের রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছে৷ প্রায় দুই ঘন্টার চেষ্টা জেসিবি দিয়ে কোনওরকমে ধস পরিস্কার করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়৷